Sunday, September 24, 2023
প্রযুক্তিবিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট

বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট

নিজেদের প্রথম রকেট উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে থ্রিডি প্রিন্টিংয়ে পথ প্রদর্শক কোম্পানি রিলেটিভিটি স্পেস। পিছিয়ে যাওয়া এই উৎক্ষেপণ প্রচেষ্টা কোম্পানির উচ্চাভিলাষী উৎপাদন পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। 

রিপোর্ট অনুযায়ী,আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালে অবস্থিত ইউএস স্পেস ফোর্সের এলসি- সিক্সটিন লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ হওয়ার কথা ছিল কোম্পানির টেরান ওয়ান নামে পরিচিত রকেটটির।মহাকাশে কক্ষপথে সফলভাবে পৌঁছানোর লক্ষ্যে পরিকল্পিত এই অভিযানের নাম নির্মাতা রিলেটিভিটি স্পেস দিয়েছে,গুড লাক, হ্যাভ ফান।ক দিন আগে,রকেট উৎক্ষেপণের একটি লঞ্চ উইন্ডো পেয়েছিল রিলেটিভিটি।এর উৎক্ষেপণ দু’বার বিলম্বিত হওয়ার পাশাপাশি এর কাউন্টডাউনও পুনরায় সেট করা হয়।আর প্রথমবার রকেট উৎক্ষেপণের বেলায় সাধারণত এমনটিই ঘটে থাকে। ফলে, এই উৎক্ষেপণ প্রচেষ্টা বন্ধ করে দেয় কোম্পানিটি।এর মানে দাঁড়ায়, রকেটের উৎক্ষেপণ পরবর্তী কোনো দিনের জন্য পিছিয়ে গেছে।বেশকিছু মহাকাশ কোম্পানিই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহ্যার করছে, যা,অ্যাডটিভ ম্যানুফ্যাকচারিং নামে পরিচিত।রিলেটিভিটি কার্যকর উপায়ে নিজেদের সর্বস্ব দিয়ে এই প্রচেষ্টা চালিয়েছে বলে রিপোর্ট।কোম্পানির বিশ্বাস,তাদের কক্ষপথে আবর্তন-উপযোগী রকেট তৈরির প্রচেষ্টা বিভিন্ন প্রচলিত পদ্ধতির চেয়ে দ্রুতগতির।এতে তুলনামূলক কম যন্ত্রাংশের প্রয়োজন পড়ে,যেখানে সফটওয়্যারের মাধ্যমেই বিভিন্ন পরিবর্তন করা সম্ভব। আর,কেবল ৬০ দিনের মধ্যেই কাঁচামাল থেকে রকেট তৈরির লক্ষ্যস্থির করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক দ্য লং বিচ নামের প্রকল্পটি।

More News

টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত ফ্লোরিডা

0
শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত ফ্লোরিডা।কোথাও ভেঙে পড়েছে গাছ। আবার কোথাও দামি দামি গাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে...

ফ্লরিডা ফিরে বাইডেনকে নিশানা ট্রাম্পের

0
আদালতে হাজিরা দিয়ে নিউ ইয়র্ক থেকে ব্যক্তিগত বিমানে ফ্লরিডার মার-আ-লাগোয় ফিরেই আমেরিকার জো বাইডেন প্রশাসনের...

আমেরিকায় এবার ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবা

0
আমেরিকায় এবার মস্তিষ্কখেকো বিরল অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ...