প্রজাতন্ত্র দিবসের আগে কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া শেষ হয়েছে। দেড় ঘন্টার ধরে চলে রেড রোডের এই মহড়া। মহড়ায় উপস্থিত ছিল কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ইস্টার্ন কমান্ডের জওয়ানদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।
২৬ জানুয়ারি রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। ২৫ জানুয়ারি দুপুর থেকে ২৬ জানুয়ারি দুপুর পর্যন্ত বন্ধ থাকবে রেড রোডে যান চলাচল। পাশাপাশি হসপিটাল রোড, লাভার্স লেন , কুইন্সওয়ে , ক্যাসুরিনা এভিনিউ, খিদিরপুর রোড, পলাশী গেট রোড, কিংসওয়ে, রাণী রাসমণি এভিনিউ-এর দক্ষিণ প্রান্ত সহ একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রন করা হবে। বেশ কয়েকটি রাস্তায় গাড়িও ঘুরিয়ে দেওয়া হবে । প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাড়তি নজরদারি শুরু করেছে কলকাতা পুলিশ। প্রজাতন্ত্র দিবসের দিন রেড রোডে নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী। প্রায় ৯০ জন পুলিশ আধিকারিক গোটা বিষয়টি দেখাশোনার দায়িত্বে থাকবেন। এছাড়াও আলিপুর চিড়িয়াখানা থেকে শপিং মল এবং শহর কলকাতার একাধিক দর্শনীয় স্থানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শহরে ঢোকার ও বেরোনোর রাস্তায় নাকা-তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।