Friday, June 2, 2023
খেলামেসির প্রশংসা, মুখ খুললেন রোনাল্ডো

মেসির প্রশংসা, মুখ খুললেন রোনাল্ডো

রাশিয়া বিশ্বকাপে কোচ জর্জ সাম্পাওলি আর অধিনায়ক লিওনেল মেসির দ্বন্দ্বের কারণেই দল ভালোভাবে খেলতে পারেনি আর্জেন্টিনা, এমনই গুঞ্জন রয়েছে।সেই দলের কোচ সাম্পাওলি কিন্তু এবারের কাতার বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী।

অধিনায়ক মেসিকে নিয়েও স্বপ্ন দেখছেন তিনি। বলেছেন,মেসিকে নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয়,মেসি সবার চেয়ে ভিন্ন। সবার চেয়ে অন্যরকম। সবার কাজ করার ধরন একরকম হয় না,নেতা মেসি নিঃশব্দে কাজ করতে পছন্দ করেন। মেসি জানে দল কখন জিতবে কিংবা কখন জিততে পারবে না।অন্যদিকে,স্বদেশি শুভাকাঙ্ক্ষীদের সামনে এবার নিজের ভবিষ্যৎ নিয়ে সামনে মুখ খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।তিনি বলেছেন, পর্তুগাল ফুটবল সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ আরও কিছু বছর হয়তো থাকবে। রোনাল্ডো এখনও জাতীয় দলের হয়ে খেলতে অনুপ্রেরণা খুঁজে পান, জাতীয় দল নিয়ে রোনাল্ডোর আকাঙ্ক্ষা অনেক উঁচুতে।দেশের হয়ে খেলার পথটা এখনও শেষ হয়ে যায়নি রোনাল্ডোর। অনেক পথ এখনও বাকি, দলের প্রতিভাবান তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই দলে নির্বাচিত হতে চান রোনাল্ডো। খেলতে চান কাতার বিশ্বকাপ, খেলতে চাই ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপও।দেশের হয়ে ১৮৯ ম্যাচ খেলে সর্বোচ্চ ১১৭ গোল করার পুরস্কার হিসেবে পর্তুগাল ফেডারেশন রোনাল্ডোকে স্বীকৃতি দিয়ে ট্রফি তুলে দেয়। সেই মঞ্চে দাঁড়িয়েই রোনাল্ডো জানিয়ে দেন, ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে তিনি খেলবেন, ইঙ্গিত দিয়েছেন খেলতে পারেন ২০২৬ বিশ্বকাপেও।

More News

আর্জেন্টিনার দ্বিতীয় জয়

0
বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। সান্তিয়াগো দেল এস্তারো স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয়...

তিনটি পুরস্কার জিতলেন মেসি

0
বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির,প্রাপ্তির ঝোলা পূর্ণ হয়েই চলছে।  ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্সের...

বিশ্বকাপে অনিশ্চিত উইলিয়ামসন

0
এ বার এক দিনের বিশ্বকাপেও কেন উইলিয়ামসনের খেলা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট...