মদন মিত্রকে ছাড়া কাউকেই ক্রীড়ামন্ত্রী মানেন না। বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন ফুটবলার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
বালিতে এক অনুষ্ঠানে মদন মিত্রকে পাশে নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন মন্ত্রিসভায় মদন মিত্র নেই দেখে অবাকই হয়েছেন। দলের সাংসদ প্রসূনের বক্তব্য ভাইরাল হতেই অস্বস্তি বেড়েছে তৃণমূলের। তিনি বলেছেন তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসেবে মানা যায় না। কেউ রাগ করলে তাঁর কিছু করার নেই। চলতি বছরে অগস্টে ব্যাপক রদবদল হয় রাজ্য মন্ত্রিসভায়। কিন্তু তাতে ঠাঁই হয়নি মদন মিত্রর। এরইমধ্যে তৃণমূল সাংসদ প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।