মহাত্মা গান্ধীকে নতুন করে চেনার আশায় প্রতীক গান্ধী। প্রতীকের চোখে এবার গান্ধীজীর সংগ্রামের কাহিনি দেখবে দর্শক।
হংসল মেহতার পরিচালনায় তৈরী হচ্ছে গান্ধীজির বায়োপিক। নির্মাতারা ঘোষণা সেড়েছেন ইতিমধ্যেই। সম্প্রতি, এক সাক্ষাৎকারে গান্ধীর চরিত্রে অভিনয়ের বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে প্রতীক জানিয়েছেন, আগে থেকেই অভিনয়ের মাধ্যমে গান্ধীজিকে একটু হলেও চেনেন প্রতীক। তবে, তাঁর বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আরও নতুন করে গান্ধীকে চেনার অপেক্ষায় রয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, ঐতিহাসিক রামচন্দ্র গুহ-র লেখা দুটি বই গান্ধী বিফোর ইন্ডিয়া ও গান্ধী, দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড-র কাহিনি অবলম্বনেই তৈরি হবে গান্ধীজী ওয়েব সিরিজ। আর স্ক্যাম ১৯৯২ সিরিজে হর্ষদ মেহতার চরিত্রে অভিনয় করে এর আগে জনপ্রিয়তা অর্জন করেছেন প্রতীক গান্ধী। এবার গান্ধীজির চরিত্রে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক।