বড়পর্দায় মুক্তি পেয়েছে কোথায় তুমি। পরিচালক আন্থনি জেন পরিচালনা করেছেন কোথায় তুমি।সেই ছবির জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আর তাতে বসেছিল চাঁদের হাট। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক অভিনেতা থেকে পরিচালক।
ছবিতে জুটি বেধেছেন অভিনেতা টাব্বু ও ঋত্বিকা সেন। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা রজতাভ দত্ত,খরাজ মুখার্জী, শান্তিলাল মুখার্জীকে। ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন দেব সেন। অভিনেতা রজতাভ দত্ত ও শান্তিলাল মুখার্জীকে সিনেমাতে দেখা গিয়েছে পুরোপুরি ভিন্ন চরিত্রে। বিখ্যাত নাট্যকার জন গ্যালসওয়ার্দি এর জাস্টিস নাটক অবলম্বনে তৈরী হয়েছে কোথায় তুমি। টাব্বুকে দেখা গিয়েছে সৌরভ নামের চরিত্রে, যে পেশায় একজন কেরানি। রোজকার একঘেয়ে জীবনে হঠাৎ বসন্ত আসে, যখন পাশের বিন্ডিংয়ের একটি মেয়ের প্রেমে পড়ে সে। প্রেমের কুড়ি ফুল হয়ে ফোটার আগেই নষ্ট হয়ে যায় একটা ছোট্ট ভুলে। এরপর আবার কি তারা এক হয়? এই নিয়ে সিনেমা কোথায় তুমি।