খুঁটিপুজোয় উমা আহ্বানের প্রস্তুতি ২১ পল্লিতে

0
31
ছবি সৌজন্যে : নিজস্ব

আষাঢ়ের আকাশে শারদোৎসবের আমেজ। এরইমধ্যে উমা আহ্বানের প্রস্তুতি শুরু হয়ে গেল বালিগঞ্জের ২১ পল্লিতে, উল্টোরথে খুঁটিপুজোর মাধ্যমে। কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম ২১ পল্লির পুজো এবার ৭৯তম বর্ষে।

পুজোয় চমক দিতে অভিনব পরিকল্পনা নিয়েছেন পুজো উদ্যোক্তারা। থিম অচল অনন্ত। অচল অবস্থা থেকে অনন্তে যাত্রা। শিল্পী দীপঙ্কর দে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই মণ্ডপসজ্জার পরিকল্পনা করেছেন। পুজো কমিটির সভাপতি সুরেশ শেঠিয়া জানিয়েছেন খুঁটিপুজো মানেই ২১ পল্লির পুজো শুরু। চাকা যেভাবে দ্রুত গতিতে ঘোরে, সেভাবেই দেশও এগোবে। সেই ভাবনাই তুলে ধরা হবে অচল অনন্ত থিমে।

সন্ধেয় খুঁটিপুজোর পর থিম ব্যানার উন্মোচিত হয়। বালিগঞ্জে ২১-র পল্লির খুঁটিপুজোয় সামিল হয়েছিলেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, তৃণমূল সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার।