Wednesday, May 31, 2023
Top Newsঅস্ট্রেলিয়ায় মন্দিরে হামলায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী 

অস্ট্রেলিয়ায় মন্দিরে হামলায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী 

অস্ট্রেলিয়ায় মন্দিরে ক্রমাগত হামলায় উদ্বিগ্ন ভারতবাসী। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।এরপর যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় মন্দিরে হামলার খবর ক্রমাগত আসছে। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারতীয়দের নিরাপত্তা তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয়দের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, নিরাপত্তা সহযোগিতা ভারত-অস্ট্রেলিয়া কৌশলের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দুই দেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বাড়াবে।তাঁরা নির্ভরযোগ্য এবং শক্তিশালী বৈশ্বিক সরবরাহ চেইন বিকাশের জন্য পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য-সহ অনেক বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

More News

মন বিনয়-কৃতজ্ঞতায় ভরে গিয়েছে : মোদী 

0
তাঁর মন বিনয় ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে এমনই বার্তা...

গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত  

0
গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চাকা গড়াল বন্দে ভারত এক্সপ্রেসের। গুয়াহাটি থেকে ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেছেন...

দু’সময়ের ব্যবধানে সংসদের ২ ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর 

0
নতুন সংসদ ভবন উদ্বোধনের পরই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ছবি। একটি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার...