বস্ত্র শিল্পের স্বনির্ভরতায় ৭ রাজ্যে পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক তৈরির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক আগামী দিনে বস্ত্র শিল্পকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে।
আগামী দিনে তামিলনাড়ু, তেলঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে টেক্সটাইল পার্ক গড়ে দেবে।বস্ত্র শিল্পে উন্নয়নের নীতির প্রসঙ্গে ৫ এফ কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এই ৫ এফ-এর অর্থ ফার্ম টু ফাইবার টু ফ্যাক্টরি টু ফ্যাশন টু ফরেন। এর পাশাপাশ পিএম মিত্র টেক্সাটাইল পার্ক আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলেও দাবি করেছেন তিনি। আরেকটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক বস্ত্র শিল্পে পরিকাঠামোর উন্নতি ঘটাবে। ফলে প্রচুর বিনিয়োগ আসবে রাজ্যগুলিতে। এবং লক্ষাধিক কর্ম সংস্থান তৈরি করবে। এই উদ্যোগ মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর দ্য ওয়ার্ল্ড-এর উৎকৃষ্ট উদাহরণ।