এবার, অ্যান হ্যাথওয়ে এবং জেন্ডায়ার সাথে হাত মেলালেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ইতালিয়ান হাই-এন্ড জুয়েলারি ব্র্যান্ড-এর প্রমোশনে বোল্ড লুকে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি, ইতালিয়ান সংস্থাটির সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই দেখা গিয়েছে। জানা গিয়েছে, দেশি গার্ল এই প্রমোশন ভিডিওর শুটিং করেছেন রোমে। রোমের অসাধারণ পরিবেশে কালো গাউন আর ক্লাসি জুয়েলারিতে গ্লোবাল নায়িকার হটনেস যেন জেন্ডায়ার জৌলুসকেও টেক্কা দিয়ে দিয়েছে। ওই সংস্থার মতে, প্রিয়াঙ্কার মনোরম রূপে তারা অভিভূত। খবর, আগামী বছরে চোপড়াকে জিম স্ট্রাউস পরিচালিত রোমান্টিক ফিল্ম ‘ইটস অল কামিং ব্যাক টু মি’-তে দেখা যাবে। এছাড়াও অভিনেত্রীর ঝুলিতে রয়েছে, বলিউডের বহু প্রতীক্ষিত ফিচার ফিল্ম ‘জি লে জারা’র মতো ছবিও।