সম্প্রতি ইরানে আন্দোলনে নেমে আসা সাহসী মহিলাদের সমর্থন জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে অনেকে অভিনেত্রীর প্রশংসা করেছেন, সেখানে আরো অনেকে তাঁর সমালোচনায় ব্যস্ত রয়েছেন।
কেউ কেউ প্রশ্ন তুলে লিখেছেন,কেউ কি প্রিয়াঙ্কা চোপড়াকে ভারতের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে শুনেছেন?নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইরানি বিক্ষোভকারীদের জন্য একটি বার্তা পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ইরানের সাহসী মহিলাদের সমর্থন জানিয়ে এবং সবাইকে সেই আন্দোলনে আওয়াজ তোলার জন্য উৎসাহিত করে তিনি লিখেছেন,আমি আপনাদের সাহস এবং আপনার উদ্দেশ্য দেখে বিস্মিত। জীবনের ঝুঁকি নেওয়া সহজ কাজ নয়।আক্ষরিক অর্থে,পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠাকে চ্যালেঞ্জ করা এবং নিজের অধিকারের জন্য লড়াই করা ভয়াবহ কঠিন। কিন্তু আপনারা সাহসী মহিলারা প্রতিদিন এটি করছেন জীবন বাজি রেখে।ইরানি মহিলাদের প্রতি প্রিয়াঙ্কার এমন সমর্থনের পরপরই সমালোচনার মুখে পড়েন তিনি। দেশে হিজাব নিয়ে কথা না বলার জন্য অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ভণ্ড বলে অভিহিত করে একটি ট্রেন্ডিং টুইটে একজন লিখেছেন,প্রিয়াঙ্কা চোপড়া,আপনি যখন হিজাবি মহিলাদের দুর্দশা থেকে দূরে সরে থাকেন, তখন বোঝা যায় আপনি কী। ভারতে যারা মাথায় এক টুকরো কাপড় পরার জন্য শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, হিন্দুত্ববাদী গুণ্ডা ও রাষ্ট্র দ্বারা হয়রান হয়েছে, তখন আপনি কথা বলেননি। আপনি একজন ভণ্ড।অপর একজন লিখেছেন, ইরানি মহিলাদের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার উদ্বেগ ব্যাপকভাবে প্রশংসিত। কিন্তু বিলকিস বানো এবং রাষ্ট্রের প্রতি তাঁর নীরবতা প্রশ্নবিদ্ধ।বিশেষ করে মুসলিমদের ওপর, প্রান্তিক মহিলাদের ওপর নিপীড়ন করছে তাঁর নিজের দেশ। সেই ভারত কি আত্মদর্শনের যোগ্য?