Tuesday, September 27, 2022
বিনোদনদুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা চোপড়ার কো-ষ্টার

দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা চোপড়ার কো-ষ্টার

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার প্রিয়াঙ্কা চোপড়ার কো-ষ্টার অ্যানে হেক। আপতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে।

আইসিইউতে রয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, হাই স্পিডে মিনি কুপার গাড়ি চালাচ্ছিলেন অভিনেত্রী। হঠাৎই একটি বাড়িতে ধাক্কা মারে তাঁর গাড়ি। আর তারপরেই দাউদাউ করে আগুন জ্বলে যায় হেকের গাড়িতে।গাড়ি থেকে যখন অ্যানকে উদ্ধার করা হয় তখন তিনি অচেতন ছিলেন। শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে তাঁর। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে অ্যানের এই ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিও। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনার জেরেই রীতিমত আশঙ্কাজনজক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী অ্যান হেক। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোতে কাজ করা ছাড়াও সিক্স ডেজ সেভেন নাইটস-র মতো হিট ছবিতেও দেখা গিয়েছে অ্যানে হেককে।

More News

ভবিষ্যতের চাবিকাঠি আমাদেরই হাতে : প্রিয়াঙ্কা 

0
ভবিষ্যতের চাবিকাঠি আমাদেরই হাতে। রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে এমনটাই বলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। অভিনেত্রী প্রযোজকের পাশাপাশি...

ফিরছে  মুফাসা,দ্য লায়ন কিং

0
ফিরছে লায়ন কিং, মুফাসাকে নিয়ে। ছবির নাম মুফাসা দ্য লায়ন কিং। পরিচালক ব্যারি জেনকিন্স বলেছেন, প্রাইভেট...

বিপাকে প্রিয়াঙ্কার বিগ বাজেটের সিটাডেল

0
প্রায় ১৫০ মিলিয়ন ডলার খরচ করেও বিপাকে প্রিয়াঙ্কা চোপড়ার সিটাডেল। সূত্র অনুযায়ী দৃষ্টিভঙ্গির পার্থক্য, টিমে...