দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ ও অহংকারী। ক্ষমতা থাকলে এই কথা বলার জন্য মামলা দায়ের করে দেখান।রাজঘাট থেকে বিজেপিকে এইভাবেই চ্যালেঞ্জ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী।
রাহুল গান্ধীর সাংসদপদ খারিজের প্রতিবাদে দিল্লির রাজঘাট থেকে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্ব ১০ দিনের জন্য দেশজুড়ে সত্যাগ্রহ অভিযান শুরু করেছে কংগ্রেস।এই সত্যাগ্রহ আন্দোলনের জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি না মিললেও পিছু না হটে লড়াই জারি রাখতে চায় কংগ্রেস। ১৪৪ ধারা অমান্য করেই তারা রাজঘাটে বিক্ষোভ দেখায়।তিনি আরও বলেন, এদেশের গণতন্ত্র গান্ধী পরিবারের রক্তে লালিত হয়েছে। তাঁর কথায় উঠে এসেছে পান্ডবদের কথাও।