Thursday, November 30, 2023
বিনোদনগোলাপি গাউনে প্রিয়াঙ্কা

গোলাপি গাউনে প্রিয়াঙ্কা

সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণের পর প্রিয়াঙ্কা চোপড়া গেছেন মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে। দুবাই শহরে অবকাশযাপন করতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।

দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী।সেখানে নজর কেড়েছে তার পরা গাঢ় গোলাপি রঙের নজরকাড়া গাউন। ইনস্টাগ্রামে সেসব ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।একটি জনপ্রিয় জুয়েলারি ব্রান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন প্রিয়াঙ্কা।মূলত সেই ব্রান্ড আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।সঙ্গে পরেছিলেন হীরের নেকলেস ও দুল।

More News

হলিউডেই নজর প্রিয়াঙ্কার

0
প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। এখন পর্যন্ত ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া...

সৌদি আরবে অ্যান্টনি ব্লিঙ্কেন

0
ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যখন রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে আরব রাষ্ট্রগুলো সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি...

জি লে জারা’ ছাড়লেন প্রিয়াঙ্কা, ক্যাটরিনা 

0
কথা ছিল জিন্দেগি না মিলেগি দুবারা’র মতো বলিউডের তিন নায়িকাকে নিয়ে রোড ট্রিপ মার্কা একটা...