প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ঘোষণার দিনই টেট উত্তীর্ণদের বিক্ষোভ মিছিলে উত্তেজনা ছড়িয়েছে শিয়ালদহে। টেট উত্তীর্ণদের রাজভবন অভিযানের আগে জমায়েত করতেই বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।
টেনে হিঁচড়ে কার্যত প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করাহয়েছে । তবে মিছিলের একটি অংশ ধর্মতলার দিকে এগিয়ে যায়। তাদেরকে জানবাজারের কাছে আটকে দেওয়া হয় । এদিকে আশ্বাসের পর এখনও নিয়োগপত্র না মেলায় বিকাশভবনে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সচিবের সঙ্গে বৈঠক করেছেন এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় ৫৬১ দিনে পড়েছে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। আশ্বাসের পরেও চাকরি না মেলায় পুজোর মুখে কার্যত হতাশ তারা। নিয়োগের দাবিতে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন টেট চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন পর্ষদ এসএসসি বৈঠক করছে। নিয়োগ প্রক্রিয়া জট ছাড়ানোর মুখে। এখন মিছিল না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখা উচিত বলেই মনে করেন তিনি। এরই মধ্যে পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল আন্দোলন না করে টেট উত্তীর্ণদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে বলেছেন। যা নিয়ে চর্চা শুরু হয়েছে ।