শরণার্থী সমস্যা মেটাতে নতুন আইন প্রণয়ন করতে চলেছে ব্রিটেন সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতায় লন্ডনে মিছিল করেছেন প্রায় ২ হাজার মানুষ।
প্রধানমন্ত্রীর বাসভবনে পর্যন্ত মিছিল করেছেন তাঁরা। প্রতিবাদীদের দাবি, কোনও শরণার্থীকেই বেআইনি বলে দাগিয়ে দেওয়া যায় না। ঋষি সুনক প্রশাসনের এই নীতিকে অমানবিক বলেই মনে করছেন ব্রিটিশ জনতা।প্রতিবাদীদের মতে, সরকার আসলে বর্ণবিদ্বেষী। শরণার্থীদের শুধু ফিরিয়ে দেওয়া নয়, তাদের গায়ে অবৈধ’ তকমাও লাগিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি শরণার্থীদের ঠেকাতে নতুন আইন প্রণয়নের কথা ঘোষণা করেছে ব্রিটেন সরকার। ইতিমধ্যেই সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ইউনিসেফ। ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা।