Thursday, May 23, 2024
Sportsএমবাপ্পের জন্য পিএসজিই সেরা ক্লাব

এমবাপ্পের জন্য পিএসজিই সেরা ক্লাব

দলবদলের সময় আসে আর কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় আলোড়ন।

এর সঙ্গে যোগ হয় রিয়াল মাদ্রিদও। গত কয়েক সিজন ধরেই এমবাপ্পেকে পেতে চেষ্টা চালিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এখনো সফল হতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। গুঞ্জন,আরেকবার এমবাপ্পের জন্য প্রস্তাব দিতে চলেছে রিয়াল। কিন্তু এরই মধ্যে এমবাপ্পেকে নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। কাতারি ধনকুবেরের আশা, এমবাপ্পে পিএসজিতেই থাকবে এবং এটাই তার জন্য সেরা ক্লাব।এদিকে,আগামী জুনেই পিএজসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপ্পের।এখনো নতুন করে চুক্তি রিনিউ করেনি। তাই চাইলেই নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন এমবাপ্পে।যে কারণে ফ্রি খেলোয়াড় হিসেবেই ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে দলে টানতে চায় লস ব্লাংকোরা। এমন অবস্থায় এমবাপ্পেকে নিয়ে খেলাইফি বলেছেন, লুকাতে চান না, এমবাপ্পে পিএসজিতে থাকুক এটাই চান।বিশ্বের সেরা খেলোয়াড় কিলিয়ান এবং তাঁর জন্য সেরা ক্লাব পিএসজি।খেলাইফি আরো বলেছেন, বিশ্বের সেরা ট্রেনিং সেন্টার পাচ্ছে এমবাপ্পে। পাচ্ছে সেরা কোচও ,লুই এনরিকে-কে। প্রতিবছরই চ্যাম্পিয়নস লিগে খেলার নিশ্চয়তা পাচ্ছে। পিএসজি শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, এমনকি সেমিফাইনাল-ফাইনালও খেলছে।

More News

পিএসজি প্রেসিডেন্টের সঙ্গে এমবাপ্পের তুমুল ঝগড়া 

0
পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে, এটা অনেকটা নিশ্চিতই ছিল। আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল কেবল। সেটাও ক...

লাল কার্ড দেখলেন জাভি

0
পিএসজির মাঠ থেকে ৩-২ ব্যবধানে জিতে এসেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা হলো না বার্সেলোনার। ফিরতি...

বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

0
রোমাঞ্চে ভরপুর, উত্তেজনা ও নাটকীয়তায় ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে পিএসজি। এক গোলে পিছিয়ে থেকে ফিরতি লেগ...