Monday, September 25, 2023
Sportsঘরের মাঠে পিএসজির হার, হতাশ কোচ

ঘরের মাঠে পিএসজির হার, হতাশ কোচ

সিজনের প্রথম হারের স্বাদ পেয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল সত্ত্বেও নিসের কাছে ৩-২ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

 

এমন হারের পর হতাশ পিএসজি-র কোচ লুইস এনরিকে।ম্যাচ শেষে লুইস এনরিকে বলেছেন,পুরো ম্যাচেই গতিতে নিস এগিয়ে ছিল।অবশ্যই এই পরাজয়ে এনরিকে দারুণ হতাশ। পিএসজি-র সবাইকে উন্নতি করতে হবে, এমনকি তাঁকেও। কিন্তু দলের মানসিকতায় কোচ লুইস এনরিকে খুশি। দুটো গোলের মধ্যে দুটো ছিল ডিফ্লেকটেড।নিস দারুণ ফুটবল খেলেছে। কিন্তু এনরিকে এসব নিয়ে চিন্তিত নন। দেখেছেন সমর্থকরা কিভাবে সমর্থন জুগিয়েছে, এমনকি যখন দু’ গোলে পিছিয়ে ছিলেন তখনো তারা পিএসজি-র পক্ষে চিৎকার করেছে।উল্লেখ্য গত সিজনে হতাশাজনক ফলাফলে পর এবারের লিগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে ব্রিটিশ ধনকুবের জিম র‌্যাটক্লিফের দল নিস।টেবিলের ৯ নম্বরে থেকে গত সিজন শেষ করেছিল নিস। কোচ ফ্রান্সেসকো ফারিওলি বলেছেন,ফল পেতে হলে সব কিছুই ১০০ ভাগ নিখুঁত হতে হবে।নিস সেটাই করে দেখিয়েছে। যদিও পিএসজি তাদের মান অনুযায়ী খেলতে পারেনি। আর সেই সুযোগটাই নিস নিয়েছিল।অন্যদিকে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোনাকোকে টপকে যাওয়ার সুযোগ ছিল লুইস এনরিকের পিএসজির সামনে। কিন্তু পারলেন এমবাপ্পে-দেম্বেলেরা। হারের ফলে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে পিএসজি। ১ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিস ।

More News

নেইমারের ম্যাচে আল-হিলালের গোল উৎসব

0
গত সিজন শেষে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার।ইনজুরির কারণে...

ফ্লোরিডায় মেসির ১১৮ কোটির বাড়ি

0
লিওনেল মেসি জুলাইয়ে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন। তবে এতদিন আমেরিকাতে মনের মতো বাড়ি...

চ্যাম্পিয়নস লিগে অনিশ্চিত এমবাপ্পে

0
প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার দেখা দিয়েছে।...