Monday, March 27, 2023
Top Newsপ্রকাশ্যে ফের চড় ফ্রান্সের প্রেসিডেন্টকে 

প্রকাশ্যে ফের চড় ফ্রান্সের প্রেসিডেন্টকে 

আবারও জনসমক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে চড় মেরেছেন এক তরুণী। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সবুজ টি-শার্ট পরা এক নারী হঠাৎ রাস্তার মাঝখানে এগিয়ে এসে চড় মারেন প্রসিডেন্ট ম্যাক্রোকে। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের নিরাপত্তা কর্মীরা এগিয়ে এসে তরুণীকে ধরে মাটিতে চেপে ধরেন। ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। তবে ঘটনার সময় অনেক রিপোর্টার সেখানে উপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত ভিডিওর ওই তরুণীর পরিচয় জানা যায়নি। এই প্রথম নয়, এর আগে ২০২১ সালের ৮ জুন ফ্রান্সের টেইন-ল’হার্মিটেজ শহরে এক জনসভায় যাওয়ার সময় তাঁকে চড় মেরেছিলেন এক ব্যক্তি। 

More News

রাজা চার্লসের ফ্রান্স সফর স্থগিত

0
রাজা তৃতীয় চার্লসের পরিকল্পিত ফ্রান্স সফর স্থগিত করা হয়েছে। পেনশন সংস্কার নিয়ে ফ্রান্সে বিক্ষোভের কারণে...

এমবাপ্পেই ফ্রান্সের নতুন অধিনায়ক

0
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ফ্রান্সের অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস।এরপর থেকেই গুঞ্জন, ফ্রান্সের...

ফ্রান্স দলে নতুন ৩ জন

0
২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।  চেলসির হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করে প্রথমবার ফ্রান্স দলে জায়গা করে নিয়েছেন ২২ বছর বয়সী সেন্টার-ব্যাক ভেসলে ফোফানা। দলে নতুন মুখ আছেন আরও দুজন- নিসের মিডফিল্ডার কিফহেন থুরাম ও লসের গোলরক্ষক ব্রিস সাম্বা।ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের ছেলে কিফহেন থুরাম। তার ভাই মার্কাস থুরামও আছেন দলে, যিনি খেলেছেন কাতার বিশ্বকাপে।বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। বিশ্বকাপ আসরের পর এই প্রথম দল ঘোষণা করলেন দেশম। দেশের রেকর্ড গোলদাতা অলিভিয়ে জিরুদকেও দলে রেখেছেন ফরাসি কোচ। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।আসছে দুই ম্যাচের দল ঘোষণার পর দেশম জানিয়েছেন,নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।আগামী ২৪ মার্চ ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো বাছাই শুরু করবে ফ্রান্স। এরপর ২৭ মার্চ তারা খেলবে আয়ারল্যান্ডের মাঠে।