BENIYAPUKUR UNITED-DURGA PUJO PARIKRAMA-2020

0
17

পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পুজো

থিম- সম্প্রীতির পুজো

পার্কসার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পুজো কমিটির সম্প্রীতির বার্তা নিয়ে এই পুজোর ভাবনা। প্রতি বছরের মত এই বছরও করোনা কালের সমস্ত রকম বিধি মেনে পুজো উদ্য়োক্তোরা মেতে উঠেছেন শারদীয়ার আনন্দে। কোনো থিম বা প্রতিযোগীতার লড়াইয়ে না গিয়ে নিজেদের ঐতিহ্য় ধরে রেখেছে এই পুজো মণ্ডপ। কলকাতার সাবেকি পুজোর মধ্যে এই পুজো আজও নজরকাড়া।