জামিন পেয়েছেন পুণের পোর্শে দুর্ঘটনার অভিযুক্ত কিশোর। মঙ্গলবার বোম্বে হাইকোর্ট তাকে জামিন দিয়েছে।
বিচারপতি ভারতী ডাংরে ও মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ জানিয়েছে, নাবালককে হেফাজতে রাখা বেআইনি। অভিযুক্ত কিশোরের কাকিমার পিটিশনের ভিত্তিতে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। অভিযুক্ত কিশোর এবার তার কাকিমার তত্ত্বাবধানেই থাকবে। কারণ তার মা-বাবা ও ঠাকুরদাকে এই মামলায় গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, ১৯ মে পোর্শে দুর্ঘটনা ঘটেছিল পুণের কোরেগাও পার্কে। উলটো দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে পোর্শে গাড়িটি। দুর্ঘটনার পরেই আটক করা হয়েছিল নাবালক গাড়িচালককে। যদিও মাত্র ১৪ ঘণ্টার মধ্যে একাধিক শর্তে কিশোরকে জামিন দেয় জুভেনাইল আদালত। স্রেফ রচনা লিখে জামিন পেয়ে গিয়েছিল সে। তীব্র বিতর্কের মধ্যে সেই জামিন বাতিল হয়ে যায়। জুভেনাইল আদালতের নির্দেশে নাবালকদের সংশোধনাগারে পাঠানো হয় তাকে।