!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskকানাডায় ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন

    কানাডায় ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন

    Published on

    সাম্প্রতিক খবর

    কানাডায় ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাটি ঘটেছে কানাডার সারেতে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

    সূত্রের খবর, মৃত যুবকের নাম যুবরাজ গয়াল। পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা যুবরাজ গয়াল ২০১৯ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় পড়তে আসেন। পড়াশোনা শেষ করার পর সেখানেই এক কোম্পানিতে সেলস এগ্‌জকিউটিভ হিসাবে কাজ শুরু করেন। পরে কানাডার নাগরিকত্বও পেয়ে যান যুবরাজ গয়াল। রয়্যাল কানাডিয়ান পুলিশ সূত্রে খবর, ৭ জুন সকাল পৌনে ৯টা নাগাদ সারের পুলিশ একটি ফোন পায়। ফোনে জানানো হয়, ব্রিটিশ কলম্বিয়া এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকেই যুবরাজ গয়ালের রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই খুনের নেপথ্যে কী কারণ আছে, সেটাই ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের।

    Your ad here

    আরো খবর