Wednesday, February 21, 2024
বিনোদনপুষ্পা: দ্য রুল : আইটেম গার্ল ঊর্বশী 

পুষ্পা: দ্য রুল : আইটেম গার্ল ঊর্বশী 

বহুল প্রতীক্ষিত ছবি পুষ্পা: দ্য রাইজ-এর পার্ট টু ,পুষ্পা: দ্য রুল-এর শুটিং চলছে। সিনেমার প্রথম পর্বে সাফল্যে যেমন অবদান রয়েছে আল্লু অর্জুন-রাশ্মিকা মান্দানাদের, ঠিক ততটাই রয়েছে এই, উ অন্তভা গানটির।

শুধু গানের কথা বা সুর নয়, দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভুর নাচের আবেদনে ব্যাপক উন্মাদনা দেখিয়েছিল দেশ-বিদেশের ফ্যান ফলোয়াররা। এবার শোনা যাচ্ছে ছবির দ্বিতীয় পার্টের আইটেম নম্বরে দেখা যাবে অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে। সেই ৩ মিনিটের,উ অন্তভা’র গানটির জন্য প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন সামান্থা। যদিও প্রথমে প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা। শেষমেশ আল্লুর কথায় এই আইটেম নম্বর করতে রাজি হন সামান্থা।অন্যদিকে, ঊর্বশী আইটেম গার্ল বলে বেশ নামডাক রয়েছে বলিউডে।বেশ কিছু হিট নম্বরও রয়েছে তার। এবার শোনা যাচ্ছে, এই সিনেমার দ্বিতীয় ভাগে একটি বিশেষ নাচ থাকছে তার।বলা হচ্ছে,গানটির জন্য নাকি প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেবেন ঊর্বশী।এদিকে শোনা যাচ্ছে, রণবীর সিংহকেও নাকি দেখা যেতে পারে পুষ্পা টু’-তে।এখনও পর্যন্ত ভারতজুড়ে একাধিক জায়গায় শুটিং করেছেন আল্লু অর্জুন ও সিনেমার গোটা টিম। আগামী বছর মে মাস নাগাদ মুক্তি পেতে পারে পুষ্পা: দ্য রুল সিনেমাটি।

More News

ফের বন্ধ পুষ্পা ২-এর শুটিং 

0
পুষ্পা টিমের বিপদ যেন কাটছেই না।তুমুল হাইপ তোলা সিনেমা পুষ্পা’র দ্বিতীয় কিস্তি আসার আগেই একের...

মাদাম তুসোয় আল্লুর মোমের মূর্তি

0
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের বছরটা ভালই যাচ্ছে। সম্প্রতি প্রথম তেলেগু অভিনেতা হিসেবে ৬৯তম...

সেরা অভিনেতা অল্লু, অভিনেত্রী আলিয়া-কৃতি 

0
৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন পুষ্পা খ্যাত অল্লু অর্জুন। বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা...