রাশিয়ার প্রধান ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে। এমনটাই জানিয়েছেন বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি সেপকালো।
তাঁর দাবি, বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বেলারুশের প্রেসিডেন্টকে।এক টুইট বার্তায় ভ্যালেরি সেপকালো লিখেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর পরই আলেকজান্ডার লুকাশেঙ্কোকে জরুরি অবস্থায় মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।বেলারুশের প্রেসিডেন্টকে বিষ দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। তাই তাঁর কিছু হয়ে গেলে যাতে রাশিয়ার দিকে কেউ আঙুল না তোলে সেই জন্য বেলারুশের প্রেসিডেন্টকে বাঁচানোর চেষ্টার নাটক করা হচ্ছে মস্কোর তরফে।তিনি আরও জানিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাঁর রক্ত পরিশোধন করা হচ্ছে।এই অবস্থায় তাঁকে মস্কো থেকে অন্যত্র নিয়ে যাওয়া ঠিক হবে না বলেও জানিয়েছে ভ্লাদিমির পুতিনের সরকার।