ত্রিপুরার সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে মনিষীদের তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এরপরই রতনলালের এই মন্তব্যের একযোগে বিরোধিতা করেছেন তৃণমূল, সিপিএম, কংগ্রেস।
একটি কর্মসূচিতে বক্তৃতার সময় বিপ্লবের দূরদৃষ্টির তারিফ করতে গিয়ে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গাঁধী, সুভাষচন্দ্র বসু, আইনস্টাইনের তুলনা টানেন রতনলাল। এর পরেই বিপ্লব মন্ত্রিসভার প্রাক্তন সদস্য তথা কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মন বলেন, তোষামদের রাজনীতি নির্লজ্বতার সীমা ছাড়িয়ে গিয়েছে।প্রসঙ্গত, ত্রিপুরায় বাম আমলে কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন রতনলাল। ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও। ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৮-র বিধানসভা ভোটে নিজের পুরনো কেন্দ্র মোহনপুরে জিতে মন্ত্রীও হন।