সাংসদ পদ খারিজ হওয়ার পরেই টুইটার হ্যান্ডেলে নিজের পরিচয় বদলে ফেলেছেন রাহুল গান্ধী। অপসারণকেই তিনি রাজনৈতিক হাতিয়ার করেছেন টুইটার হ্যান্ডলে নিজের পরিচয়ে। রবিবার সকাল থেকে রাহুল গান্ধীর টুইটারে তাঁর ছবির নীচে লেখা রয়েছে, এটি রাহুল গান্ধীর অফিশিয়াল অ্যাকাউন্ট।
তিনি জাতীয় কংগ্রেসের সদস্য। এরপরেই নতুন শব্দবন্ধ জুড়েছে অ্যাকাউন্টে। লেখা হয়েছে, ডিস্ কোয়ালিফায়েড এমপি। আভিধানিক বানান ডিস্কোয়ালিফায়েড-এর বদলে ডিস্ কোয়ালিফায়েড লিখে কি বিশেষ কিছু বলতে চেয়েছেন অপসারিত সাংসদ। তার কোনও ব্যাখ্যা অবশ্য দেওয়া হয়নি। এমনকি, গুগল সার্চেও রাহুল গান্ধীর এই নির্দিষ্ট খবরটির আগে কোথাও ইংরাজিতে ডিস্ কোয়ালিফায়েড বানানের অস্তিত্ব নেই। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছে।