স্যানিটারি প্যাডে রাহুল-র ছবি ‘ফেক’, বলল কংগ্রেস 

0
28
ছবি সৌজন্যে : এক্স
ভোটের আগে বিহারে মহিলাদের বিতরণ করা স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি আদপে ফেক। কংগ্রেসের এক্স হ্যান্ডেলে নথি সহকারে এমনটাই দাবি করা হয়েছে। রতন রাজন নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্ট আদতে ফেক।
তার প্রমাণ দিল দিল্লি। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে স্পষ্ট দেখা যায়, যে প্যাড বিতরণ করা হয়েছে, তার বাইরে রাহুল গান্ধীর ছবি থাকলেও ভিতরে অর্থাৎ প্যাডে কোনও ছবি নেই। সেই বিষয়টি ভিডিও করেও দেখান কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। এরপর একের পর এক ছবি-ভিডিও সামনে আসতে থাকে, যেখানে দেখা যায়, কংগ্রেসের বিলি করা কোনও ন্যাপকিনের প্যাকেটের ভিতর কোনও প্যাডেই রাহুলের ছবি নেই। যে ব্যক্তি মহিলা সেজে ভিডিও করেছিলেন ও মিথ্যা দাবি করেছিলেন, তিনি আদতে রাহুল গান্ধীর ছবি প্রিন্ট করে নিজে বসিয়েছিলেন বলে দাবি করে কংগ্রেসের এক সমর্থক।
রতন রাজনকে কাঠগড়ায় তুলে তিনি সরাসরি পদক্ষেপের আবেদন করেন কংগ্রেসের কাছে।এনিয়ে কংগ্রেস ঠিক পদক্ষেপ করতে চলেছে, তা অবশ্য এখনও জানা যায়নি।