রেলের ট্রায়াল রানের সময় রাজাভাতখাওয়ায় কুনকি হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ঠিকাদার সংস্থার কর্মীর। জঙ্গলের মধ্যে রেলপথে হাতির হানা ঠেকাতে বৃহস্পতিবার রাজাভাতখাওয়ায় ডিটেকশন ডিভাইস বসিয়ে ট্রেনের ট্রায়াল রান চলছিল।
জঙ্গলি হাতির আক্রমণ থেকে বাঁচতে বেলের তরফে কুনকি হাতি আনা হয়েছিল। কিন্তু ট্রেনের ট্রায়াল রানের সময়ই দুর্ঘটনা ঘটে। আপ কাঞ্চনকন্যা যাওয়ার সময় হঠাৎ করেই জোনাকি নামে ওই কুনকি হাতির পায়ের তলায় পিষ্ট হন ওই ঠিকা কর্মী সন্দীপ চৌধুরি।
যখন ঘটনাটি ঘটেছে তখন সেখানে ছিলেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব।