ট্রেন সফরে পুরনো সহকর্মীর সঙ্গে সাক্ষাতে আপ্লুত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।রবিবারের নতুন দিল্লি-আজমের শতাব্দী এক্সপ্রেসে আচমকাই হাজির হন রেলমন্ত্রী। সমস্ত ট্রেন ঘুরে দেখেন তিনি।
পাশাপাশি ট্রেনের যাত্রীদের সঙ্গে গিয়ে কথাও বলেছেন।ট্রেনের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন করছেন রেলমন্ত্রী। যাত্রীরাও হেসে হেসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন তাঁর সঙ্গে। যাত্রীদের সঙ্গে আলাপ-আলোচনার সময়ই যাত্রী আসনে পুরনো বন্ধু তথা সহকর্মীর সঙ্গে সাক্ষাৎ হয় অশ্বিনী বৈষ্ণবের। তাঁকে দেখেই আসন ছেড়ে উঠে দাঁড়ান সেই প্রাক্তন সহকর্মী। পেশায় তিনি চিকিৎসক। দু’জনের মধ্যে কিছুক্ষণের জন্য কুশল বিনিময় হয়। প্রাক্তন সহকর্মীর পিঠটা খানিকটা চাপড়েও দেন রেলমন্ত্রী। ওই যাত্রী জানিয়েছেন, তিনি যখন ওড়িশাতে ছিলেন তখন একই জেলায় আইএএস অফিসার ছিলেন অশ্বিনী বৈষ্ণব। সে বহু বছর আগের কথা। এদিন ক্ষণিকের শতাব্দী সফরে সেই স্মৃতিই ফিরল দুই প্রাক্তন সহকর্মীর মধ্যে।