Thursday, June 13, 2024
Top Newsসোমেও শহর-রাজ্যজুড়ে অতি ভারী বৃষ্টি, ঝড়ও 

সোমেও শহর-রাজ্যজুড়ে অতি ভারী বৃষ্টি, ঝড়ও 

পূর্বাভাস মতোই রেমালের তাণ্ডবে রবিবার থেকে প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ বিস্তীর্ণ জেলা। সোমবার সকালেও বৃষ্টি থামার লক্ষণ নেই।
শক্তিশালী ঘূর্ণিঝড়টি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। জানা গিয়েছে, এটি ক্রমঃশ উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। রাজ্যের দুই জেলায় লাল সতর্কতাও জারি রয়েছে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। সাময়িক ভাবে দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৮০ কিলোমিটার পর্যন্তও। হাওয়া অফিস জানিয়েছে, অতি ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। তবে সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

More News

বৃষ্টির অপেক্ষা বৃহস্পতি পর্যন্ত

0
উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, দক্ষিণে জ্বালাধরা গরম। তাপপ্রবাহের চরম পরিস্থিতি বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে বলে...

সিকিমে ভয়াবহ ধস, বাড়ছে মৃত্যু  

0
টানা বৃষ্টির জেরে সিকিমে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বাড়ছে।এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। একটি গ্রামের পর পর...

দক্ষিণের ৩ জেলায় তাপপ্রবাহ, ৫ জেলায় ঝড়বৃষ্টি

0
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও চরম অস্বস্তিকর গরম শহর কলকাতায়। এখনও বেশ কয়েক দিন বজায়...