অ্যাভেঞ্জার্স-র থর, ক্রিস হেমসওয়র্থকে ভারতে নিয়ে আসছেন রাজামৌলী। চলছে গুঞ্জন।
খবর, মহেশ বাবুর সঙ্গে পরবর্তী ছবিতে ক্যামিও করবেন ক্রিস হেমসওয়র্থ। যদিও এ বিষয়ে এখনও কিছুই নিশ্চিত করেননি এস এস রাজামৌলী। ইতিমধ্যেই শোনা গিয়েছে, মহেশ বাবুকে নিয়ে একটি প্যান ইন্ডিয়া ছবির পরিকল্পনা করেছেন আরআরআর পরিচালক। এই ছবিতে নাকি আলিয়া ভাটকেও দেখা যাবে। নায়ক মহেশ বাবুর নায়িকা তিনিই হবেন। আর মা হওয়ার পরই শুটিং শুরু করবেন আলিয়া। জল্পনা বলছে, আলিয়া ভাটের পাশে ক্রিসও থাকবেন। এও শোনা যাচ্ছে যে, হলিউডের বিখ্যাত তারকা ক্রিস হেমসওয়র্থকে এ দেশে আনার জন্যই হলিউডের ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থারর চুক্তিতে সই করেছেন এস এস রাজামৌলী।