Thursday, November 30, 2023
বিনোদনথরকে ভারতে আনছেন রাজামৌলী ?

থরকে ভারতে আনছেন রাজামৌলী ?

অ্যাভেঞ্জার্স-র থর, ক্রিস হেমসওয়র্থকে ভারতে নিয়ে আসছেন রাজামৌলী। চলছে গুঞ্জন।

খবর, মহেশ বাবুর সঙ্গে পরবর্তী ছবিতে ক্যামিও করবেন ক্রিস হেমসওয়র্থ। যদিও এ বিষয়ে এখনও কিছুই নিশ্চিত করেননি এস এস রাজামৌলী। ইতিমধ্যেই শোনা গিয়েছে, মহেশ বাবুকে নিয়ে একটি প্যান ইন্ডিয়া ছবির পরিকল্পনা করেছেন আরআরআর পরিচালক। এই ছবিতে নাকি আলিয়া ভাটকেও দেখা যাবে। নায়ক মহেশ বাবুর নায়িকা তিনিই হবেন। আর মা হওয়ার পরই শুটিং শুরু করবেন আলিয়া। জল্পনা বলছে, আলিয়া ভাটের পাশে ক্রিসও থাকবেন। এও শোনা যাচ্ছে যে, হলিউডের বিখ্যাত তারকা ক্রিস হেমসওয়র্থকে এ দেশে আনার জন্যই হলিউডের ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থারর চুক্তিতে সই করেছেন এস এস রাজামৌলী।

More News

এক বিলিয়ন ছাড়িয়ে অ্যাভাটার টু  

0
প্যান্ডোরার জগতে জেমস ক্যামেরনের প্রত্যাবর্তন সারা বিশ্বে আবারও ঝড় তুলেছে। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত অ্যাভাটার :...

ইশাই ব্রহ্মাস্ত্র-র আসল ভিলেন

0
ব্রহ্মাস্ত্র ছবিতে আলিয়া ভাটই আসল ভিলেন, ইশাই জুনুনকে গুরুজির আশ্রমের ঠিকানা দিয়েছিল। অয়ন মুখার্জি পরিচালিত...

ক্রিস হেমসওয়ার্থ বিরতি নিচ্ছেন

0
অভিনয় থেকে বিরতি নিচ্ছেন থর খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। তিনি আলঝেইমার্সে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন...