Home সব খবর এক বছরে রাকুলের সাত ছবি

এক বছরে রাকুলের সাত ছবি

0
45

রাকুলপ্রীত সিংয়ের ২০২২ সালে ছবি মুক্তির দীর্ঘ লাইন পড়ে গেছে।সব ঠিক থাকলে এ বছর সাত-সাতটি ছবি আসবে রাকুলপ্রীত সিংয়ের! যা নিয়ে ভীষণ উত্তেজিত অভিনেত্রী। বলেছেন,আশা করেন ২০২২ তাঁর জীবনের শ্রেষ্ঠ বছর হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সাত ছবিতে সাত রকমের চরিত্রে অভিনয় করেছেন রাকুলপ্রীত। প্রত্যেকটার শুটিংয়েই দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে,হচ্ছে।আশা করেন দর্শকরা উপভোগ করবেন। মুক্তি প্রতীক্ষিত ছবিগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে রাকুল বলেছেন, বছর শুরু হবে সাই-ফাই ছবি,অ্যাটাক দিয়ে। এ ছাড়া,রানওয়ে ৩৪-এ পাইলটের চরিত্রে অভিনয় করেছেন। গাইনোকোলজিস্ট হিসেবে দেখা যাবে ,ডক্টর জি ছবিতে। ছত্রিওয়ালি-তে করেছেন ট্যাবু ভাঙা চরিত্র। ছবিতে কনডম পরীক্ষকেরও ভূমিকায় দেখা যাবে রাকুলপ্রীত সিংকে।এ ছাড়া এ বছর থ্যাংক গড, ইন্ডিয়ান ২, আয়ালান, ওহ মাই গোস্ট ছবিতে দেখা যাবে রাকুলপ্রীতকে।অন্য অনেক তারকার মতো প্রেম নিয়ে লুকোচুরি করেননি রাকুল।গত মাসেই প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে তাঁর প্রেমের কথা নিশ্চিত করেছেন।এবার এই জুটিকে দেখা গিয়েছে ডিনার ডেটে। মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে ক্যামেরাবন্দি হন দুজন।কালো টপ,জিন্স ও জ্যাকেট পরে এসেছিলেন রাকুল। জ্যাকিকেও দেখা গিয়েছে রাকুলের সঙ্গে মিলিয়ে কালো টি-শার্ট পরতে। সেদিন একসঙ্গে ছবি তুলতে বাধা না দিলেও কথা বলেননি তাঁরা।কথা যে বললেন না তা দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে সেটা নিশ্চিত করেছেন রাকুল।জানিয়েছেন, বারবার প্রেমিককে নিয়ে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত তিনি।এবার কাজে মন দিতে চান। দিল্লিতে জন্ম নেওয়া রাকুল চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করে। ২০০৯ সালে কন্নড় ছবি ,গিল্লি দিয়ে শুরু। এরপর তাকে দেখা গিয়েছে তেলেগু ছবি ‘কেরাতাম’-এ।করেছেন কয়েকটি তামিল ছবিও।২০১৪ সালে,ইয়ারিয়া দিয়ে হিন্দিতে অভিষেক। পরিচিতি পান ,দে দে পেয়ার ডে দিয়ে।২০১৯ সালে মুক্তি পাওয়া ছবিতে তাঁর সহকর্মী ছিলেন অজয় দেবগন ও টাবু।