Wednesday, August 17, 2022
বিনোদনরাকুলের নাচ, মুগ্ধ নেটিজেনরা

রাকুলের নাচ, মুগ্ধ নেটিজেনরা

পাকিস্তানের কোক স্টুডিওর ১৪তম সিজনের পাসুরি তুমুল হিট। পাকিস্তানের গান হলেও ভারত মাতিয়েছে গানটি ব্যাপকভাবে।

বাংলাদেশসহ উপমহাদেশ বুঁদ ছিল পাসুরিতে।এই জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন আলি শেঠি ও শায় গিল।যারা গান ভালোবাসেন ইতিমধ্যে গানটি শুনে ফেলেছেন। শুধু তা-ই নয়, সাধারণ মানুষ থেকে তারকা সকলেই পাসুরির তালে নিজস্ব স্টাইলে কোমর দুলিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। কালো পোশাকে পাসুরির তালে রাকুলের ঝলকানিতে বুঁদ সামাজিক যোগাযোগ দুনিয়া।পাকিস্তানের ফেমাস ট্র্যাক পাসুরির তালে সরু কোমর দুলিয়ে নেচেছেন রাকুল প্রীত। চোলি আর লেহেঙ্গা স্টাইলের স্কার্ট পরে নাচের মুহূর্তকে লেন্সবন্দি করেছেন রাকুল। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সেনসেশন গার্ল রাকুলে বুঁদ তার মনের মানুষ জ্যাকিও।পাসুরির তালে প্রেমিকার নাচ দেখে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট না করে পারলেন না জ্যাকি। রাকুলের নাচে মোহিত হয়ে জ্যাকিও নাচ শেখার আবদার করেছেন। রাকুলের ইনস্টা পোস্টের কমেন্ট বক্সে তিনি লিখেছেন, আমাকেও একটু এই নাচটা শিখিয়ে দাও।এদিকে এই মুহূর্তে রাকুলের হাতে রয়েছে একাধিক বলিউড সিনেমা। এর মধ্যে চলতি বছর অক্টোবরে মুক্তি পেতে পারে ,থ্যাংক গড। এতে তার সঙ্গে রয়েছেন অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা।তার হাতে রয়েছে ডক্টর জি নামের আরেকটি সিনেমা। এতে তার বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা।এ ছাড়া ছত্রিওয়ালি নামে একটি সিনেমায় প্রধান ভূমিকায় কাজ করছেন রাকুল প্রীত সিং।

More News

‘মোটা’ বলায় অভিনেত্রীর মামলা

0
পুরুষদের তুলনায় মহিলাদের মোটা হওয়া নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে ব্রিটেনের ইকোনমিস্ট পত্রিকা।  এই নিবন্ধে...

খাবার-ব্যায়াম-ঘুম নিয়ে ভুল ধারণা

0
ছোটবেলায় মানুষের মাঝে যেকোনো প্রচলিত ভুল তথ্য পুরোপুরি সত্য বলে মনে গেঁথে যায়। অনেকে অপরিপক্ব...

মুখ্যমন্ত্রীর নামে অশ্লীল পোষ্ট, ধৃত যুবক 

0
সোশ্যাল মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে অশ্লীল পোষ্ট,অভিযোগের পরিপেক্ষিতে এক যুবককে গ্রেফতার করেছে দেওয়ানদিঘী থানার পুলিশ।...