ওমিক্রন আবহের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।এই নিয়ে দ্বিতীয়বার কোভিডে সংক্রমিত হয়েছেন তিনি।
আপাতত বাড়তেই কোয়ারেন্টিনে রয়েছেন কংগ্রেস নেতা।এক টুইট বার্তায় রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, রাতে হালকা জ্বর ও ঠান্ডার লাগার মতো উপসর্গ দেখা দেয় তাঁর।এরপরেই তিনি কোভিড পরীক্ষা করান।রিপোর্ট পজেটিভ এসেছে।গত ২৪ ঘন্টায় যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা।গত বছরও করোনায় আক্রান্ত হয়েছিলেন রণদীপ সিং সুরজেওয়ালা। সংক্রমণ গুরুতর হওয়ায়, সেই সময় তাঁকে গুরুগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।উৎসবের মরসুমে পার হতেই ফের আক্রান্ত হয়েছেন তিনি।এদিকে, মঙ্গলবারই করোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।