Tuesday, September 27, 2022
বিনোদনবিয়ার গ্রিলসের এডভেঞ্চারে রণবীর

বিয়ার গ্রিলসের এডভেঞ্চারে রণবীর

বিয়ার গ্রিলসের হাত ধরে ওটিটি প্লাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন রণবীর সিং। বিয়ার গ্রিলসের সাথে সার্বিয়ার ওয়াইন্ড এডভেঞ্চারে যাবেন রণবীর, শো-এর নাম রণবীর ভার্সেস ওয়াইল্ড।

সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে রণবীর জানিয়েছেন, জঙ্গলে মঙ্গল করার প্রস্তুতি এখন তুঙ্গে। টিজারে দেখা গিয়েছে, কিং অব ওয়াইল্ড-এর কাছ থেকে সার্বিয়ার বন্য অঞ্চলে সারভাইভ করা শিখছেন অভিনেতা। এছাড়াও, দুর্গম পাহাড়ে চড়া থেকে শুরু করে ভাল্লুকের হাত থেকে বাঁচার লড়াই, সবক্ষেত্রেই নজর কাড়বেন সিম্বা অভিনেতা। এককথায় বলা যেতে পারে, এই একশন প্যাকেজে বিয়ার গ্রিলস-এর সাথে সম্পূর্ণ অ্যাডভেঞ্চারাস অবতারে দেখা যাবে রণবীর সিং-কে। রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ এই ইন্টারেক্টিভ স্পেশ্যাল সিরিজ ৮ জুলাই থেকে স্ট্রিম করবে গ্লোবাল ওটিটি প্ল্যাটফর্মে।

More News

বেঙ্গালুরুতে রণবীরকে চড়

0
ফ্যানের হাতে আচমকাই চড় খেলেন রণবীর সিং। চলতি বছরের সীমা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসর বসেছিল দীপিকার...

রণবীরের বয়ান নিয়ে তদন্ত পুলিশের 

0
নগ্ন ফোটোশ্যুট কাণ্ডে রণবীর সিংয়ের বয়ান নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবারই থানায় গিয়ে নিজের বয়ান...

নগ্ন ফোটোশ্যুট : রণবীর সিংয়ের বয়ান রেকর্ড 

0
নগ্ন ফোটোশ্যুট কাণ্ডে রণবীর সিংয়ের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, সোমবার সকাল ৭...