Thursday, June 13, 2024
Top Newsরবীন্দ্রসদনে শায়িত রাশিদ খানের দেহ, বিশিষ্টদের ভিড়

রবীন্দ্রসদনে শায়িত রাশিদ খানের দেহ, বিশিষ্টদের ভিড়

সুরলোকে সুরের উস্তাদ রাশিদ খান। মার্গ সঙ্গীতে নক্ষত্রপতন।
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতমহল। পিয়ারলেস হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পর, সারা রাত নাকতলার বাড়িতেই রাখা হয়েছিল বিশ্ববরেণ্য শিল্পীর মরদেহ। সকাল ৯.১০ নাগাদ বাড়ি থেকে বের করা হয় দেহ। সকাল ৯.৪০ মিনিটে পৌঁছয় রবীন্দ্র সদনে। অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানেই শায়িত রাখা হয়েছে উস্তাদের মরদেহ। দুপুর একটা নাগাদ রবীন্দ্র সদন চত্বরেই রাষ্ট্রীয় মর্যাদায় গানস্যালুট দেওয়া হবে প্রয়াত শিল্পীকে। তারপর দেহ আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকতলার বাড়িতে। সেখানে নিয়ম-আচার পালনের পর নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে। সেখানেই সমাহিত করা হবে শিল্পীর নশ্বর দেহ।মঙ্গলবার দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় শিল্পী রাশিদ খানের। বয়স হয়েছিল ৫৫ বছর। কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন শিল্পী। চিকিৎসা চলছিল। গত ২১ নভেম্বর তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তারপর থেকেই তাঁকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার পিয়ারলেস হাসপাতালে।

More News

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

0
আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে...

প্রয়াত উস্তাদ রাশিদ খান

0
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৫৬ বছর। বেশ...

বড়দিনে বাড়তি ভিড় সামাল দিতে প্রস্তুত কলকাতা মেট্রো

0
 বড়দিন উপলক্ষে বাড়তি ভিড় সামাল দিতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো। বছরের শেষ সপ্তাহে মেট্রোয়...