অবসর নেওয়ার আগেই স্পেশাল প্রোটেকশন গ্রুপ-এর প্রধান অরুণ কুমার সিনহাকে পুনর্নিয়োগ করেছে কেন্দ্র। বুধবার এসপিজি-এর প্রধান অরুণ কুমার সিনহার অবসর নেওয়ার কথা ছিল।
কিন্তু মঙ্গলবারই তাঁর কার্যকালের মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার অর্থ আগামী একবছর এসপিজির শীর্ষ পদে থাকবেন ১৯৮৭ ব্যাচের ওই আইপিএস আধিকারিক। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, চুক্তির ভিত্তিতে আগামী একবছর এসপিজি প্রধান হিসাবে দায়িত্ব সামলাবেন অরুণ কুমার সিনহা। সূত্রের খবর, একজন আইপিএস আধিকারিকের চাকরির মেয়াদ সর্বোচ্চ ছ’মাসের জন্য বৃদ্ধি করা যায়। তারপরে সেই আধিকারিকের চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হলে এসপিজির বিধিতে বদল আনতে হবে। তাই ওই আধিকারিককে চুক্তির ভিত্তিতে চাকরিতে বহাল রেখেছে অমিত শাহের মন্ত্রক। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এসপিজি। সম্প্রতি দেশের একাধিক জায়গায় নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতি দেখা গিয়েছে।