অনলাইন গেমিং সেক্টরকে নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় স্তরে একটি আইনের প্রয়োজন। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। অনলাইন জুয়া এবং অবৈধ বেটিংয়ের জেরে হতাশা কাড়ছে যুব সমাজকে। অনেকেই সেই হতাশা থেকে আত্মহত্য়ার মতো পথ বেছে নিচ্ছে।
এই নিয়ে বুধবার সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মীরাটের বিজেপি সাংসদ রাজেন্দ্র আগরবাল। এই বিষয়ে কেন্দ্রের নজরদারির প্রশ্ন উঠলে অশ্বিণী বৈষ্ণব জানিয়েছেন, অনলাইন জুয়া এবং অবৈধ বেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে ডিজিটাল মিডিয়ার যে প্রভাব রয়েছে তার অনেক ভাল দিকও রয়েছে। সেরকম খারাপ দিকও রয়েছে। তারমধ্যে এটি অন্যতম। ১৯ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পাবলিক গ্যাম্বলিং অ্যাক্টের জায়গায় নতুন আইন এনেছে। আর ১৭ টি রাজ্যে এই আইনেই কিছু বদল আনা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত অনলাইন গেমিংয়ের বিষয়টি রাজ্যে সীমাবদ্ধ থাকে না।অনলাইন গেমিংকে নিয়ন্ত্রণের জন্য় অনেকদিন ধরেই আইন আনার পরিকল্পনা করছে কেন্দ্র।