অনেকটা এগিয়ে লা লিগার শীর্ষে থাকলেও বার্সেলোনার কয়েক ম্যাচের পারফরম্যান্স তেমন ভালো নয়। শেষ তিন ম্যাচের একটিতে হার,অন্য দুটিতে কোনোমতে জিততে পারে তারা।
তবে আসছে ক্লাসিকোর আগে কাতালান দলটিকে নিয়ে খুব সতর্ক কার্লো আনচেলত্তি।প্রতিপক্ষকে হালকাভাবে না নিতে তার খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।লিগ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। সমান ম্যাচে বার্সেলোনার ৬৫ পয়েন্ট।সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালান দলটির বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচেই হেরেছে রিয়াল। জানুয়ারিতে তাদের ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নেয় বার্সেলোনা। এই মাসের শুরুতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে শাভির দল।আসছে ম্যাচে রিয়াল হেরে গেলে তাদের ট্রফি ধরে রাখার আশা প্রায় শেষ হয়ে যাবে বলে মনে করছে অনেকে।তখন ১২ রাউন্ড বাকি থাকতে তারা পিছিয়ে থাকবে ১২ পয়েন্টে। আনচেলত্তি হারের কথা ভাবছেন না। তবে সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করে নিয়েছেন,স্নায়ুচাপে থাকবে তার দল।তিনি বলেছেন, বার্সাকে বিড়াল হিসেবে নয়, সিংহ হিসেবে দেখতে হবে। একটি দুর্দান্ত দলের বিপক্ষে এবং গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। এই ম্যাচগুলিতে অবশ্যই সবসময় ভয় কাজ করে, কিন্তু এটা স্বাভাবিক। ম্যাচ শুরুর আগের দু’ ঘন্টা সবচেয়ে বাজে সময়।কাম্প নউয়ে রিয়াল জিততে না পারলে লিগের ট্রফি নিষ্পত্তি হয়ে যাবে কিনা, এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি আনচেলত্তি।