Wednesday, September 27, 2023
Sportsহেট ক্রাইম’র অভিযোগ রিয়ালের

হেট ক্রাইম’র অভিযোগ রিয়ালের

লা লিগার ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে স্পেনের ঘরোয়া ফুটবলে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সমর্থনে মুখ খুলতে শুরু করেছেন প্রাক্তন ও বর্তমান ফুটবল তারকারা।

 

এবার নিজের ক্লাব রিয়াল মাদ্রিদকেও পাশে পেলেন তিনি। রিয়ালের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে ভিনির সঙ্গে হেইট ক্রাইম বা, ঘৃণাপ্রসূত অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।ক্লাবের পক্ষ থেকে স্পেনের প্রসিকিউটর অফিসে এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে। এখন সেখান থেকেই সিদ্ধান্ত আসবে, ঘটনাটিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না।  বিবৃতিতে রিয়াল লিখেছে, আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে যে ঘটনা ঘটেছে, রিয়াল মাদ্রিদ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা আমাদের সামাজিক সহাবস্থান ও গণতান্ত্রিক রীতিনীতির ওপর সরাসরি আঘাত।  এদিকে লা লিগাও এক বিবৃতিতে জানিয়েছে, যদি ভিনির সঙ্গে হেইট ক্রাইম সংঘটিত হয়ে থাকে, তাহলে তাদের পক্ষ থেকেও আলাদাভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিনি নিজে জানিয়েছেন,পুলিশ নাকি বর্ণবাদী আচরণকারী এক দর্শককে চিহ্নিত করেছে। অন্য আর কেউ তার সঙ্গে জড়িত ছিল কি না, তা নিশ্চিত করতে রিয়ালের পক্ষ থেকেও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

More News

রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

0
স্প্যানিশ লা লিগায় নতুন সিজনের শুরুটা দারুণ করেছিল রিয়াল মাদ্রিদ।প্রথম পাঁচ ম্যাচেই জিতেছিল তারা।    তবে ষষ্ঠ...

৫ গোলের ‘থ্রিলার’ জিতল বার্সেলোনা

0
লা লিগায় নিজেদের মাঠে ৮০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। সিজনের প্রথম হারটা নিশ্চিতই মনে...

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে মুখ্যমন্ত্রী, সঙ্গী দাদা  

0
মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির সঙ্গে ছিলেন দাদা সৌরভ...