শুধুমাত্র টাকার জন্যই বড়লোক বন্ধুকে খুন। এমন কথাই স্বীকার করেছে খুনে ধৃত শেখ সলমন। ইলামবাজারে পলিটেকনিক পড়ুয়া খুনে জড়িত ছিল আরও কেউ? অকুস্থলে একাধিক গ্লাস, চিপস, বিরিয়ানির প্যাকেট উদ্ধার।
ঘটনাস্থলে গিয়ে ইলামবাজারের ইঞ্জিনিয়ারিং ছাত্র খুনের ঘটনার পুর্ননির্মাণ। মূল অভিযুক্ত শেখ সলমনকে সোমবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছছে ফরেন্সিক দল। নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন তাঁরা।রবিবারই ছাত্র খুনের ঘটনায় গ্রেফতার করা হয় সলমনকে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক ইলামবাজার থানার চৌপাহাড়ি জঙ্গলে বন্ধু সালাউদ্দিনকে নিয়ে যায়। এরপর প্রচুর মদ খাইয়ে অজ্ঞান করে খুন করে তাঁকে। শনিবার মধ্যরাত্রে বীরভূমের ইলামবাজার ব্লকের চৌপাহাড়ি জঙ্গলে দুই বন্ধু সলমন ও সালাউদ্দিন ইলামবাজার জঙ্গলে যায়। চাওয়া হয় ৩০ লক্ষ টাকা মুক্তিপণ। আর সকালেই উদ্ধার গলার নলি কাটা দেহ। গোটা ঘটনায় গ্রেফতার হয় সালাউদ্দিনের ছোট বেলার বন্ধু সলমন।