বন্যা বিধ্বস্ত অসমে মহারাষ্ট্রের বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার ব্যস্ত থাকার অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল।অসমের বন্যায় ৫৪ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এই পরিস্থিতিতেও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বন্যা পরিস্থিতি সামলানোর বদলে রাজধানী গুয়াহাটির বিলাসবহুল হোটেলে থাকা মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়কদের তুষ্ট করতে ব্যস্ত বলে অভিযোগ উঠেছে।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে গুয়াহাটির ওই হোটেলের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা। অসমের তৃণমূল নেতা রিপুন বরা বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪ শিশু-সহ আরও ১২ জনের বন্যায় মৃত্যু হয়েছে। নতুন করে কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ অসমে রাজকোষের টাকা খরচ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মহারাষ্ট্রের বিধায়কদের মনোরঞ্জনের ব্যবস্থা করছেন। অসমের সম্পদ খরচ করে বিজেপি বিধায়ক কিনে মহারাষ্ট্রে সরকার গড়তে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি।