Tuesday, September 27, 2022
বিনোদনস্বাধীনতা দিবসে বিদ্রোহী প্রভাস

স্বাধীনতা দিবসে বিদ্রোহী প্রভাস

স্বাধীনতা দিবসে, তলোয়ার হাতে বিদ্রোহী প্রভাস, আসছেন সালার। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে সালার ছবির পোস্টার।

পরিচালনায় প্রশান্ত নীল। পোস্টারে দেখা গিয়েছে,  অন্ধকার পটভূমি। ছড়িয়ে রয়েছে একাধিক লাশ। তাদেরই মাঝে তলোয়ার হাতে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, এই ছবিতে বন্ধুর মৃত্যুর প্রতিশোধের গল্প বলবেন প্রভাস। সালারে প্রথমবার প্রভাসের সঙ্গে দেখা যাবে শ্রুতি হাসানকে। এছাড়াও, জগপতি বাবু এবং ঈশ্বরী রাও-ও রয়েছেন মুখ্য ভূমিকায়। আর ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে ভারতে। তবে, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকারও বিভিন্ন দেশে চলেছে একের পর এক দৃশ্যের শুটিং। এবার অপেক্ষা, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বরের। হিন্দি সহ তামিল, তেলুগু, মালায়ালম, কন্নড় এই পাঁচ ভাষায় রিলিজ করবে বহু প্রতীক্ষিত সালার।

More News

ঐশ্বর্যের টেকের আগে আরাধ্যার অ্যাকশন

0
মা ঐশ্বর্যের শুটিং শুরুর আগে অ্যাকশন বলেছিল আরাধ্যা। এমনটাই জানিয়েছেন ঐশ্বর্য রাই নিজেই। সম্প্রতি, পোন্নিয়িন সেলভান-র...

আমির কন্যা ইরা-র বাগদান

0
শ্বশুর আমির খান ফিল্মি মানুষ, তাই মেয়ে ইরাকে ফিল্মি আদলেই বিয়ের প্রস্তাব দিয়েছেন নূপুর শিখরে।...

চুপ-র স্পেশ্যাল স্ক্রিনিং

0
দর্শকদের নিয়ে চুপ-র প্রথম স্ক্রিনিং অনুষ্ঠিত হল মুম্বইতে। ফিল্ম ক্রিটিক বা ইন্ডাস্ট্রির মহারথীদের আগে সারা...