মার্কিন ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন। বুধবার এক মার্কিন ডলারের দাম কমে হয়েছে ৭৮.৯৬ টাকা।
একই সঙ্গে শেয়ার বাজারেও ধস নেমেছে। মঙ্গলবার যখন শেয়ার বাজার বন্ধ হয়, তখন ডলারের নিরিখে টাকার দাম ছিল ৭৮.৭৭।বুধবার তা আরও কমল। আর তার সঙ্গেই ১৫০ পয়েন্ট সেনসেক্সের পতন হয়েছে।ফলে সেনসেক্স কমে সূচক পৌঁছেছে ৫৩ হাজার ২৬ পয়েন্টে।পাশাপাশি নিফটিরও ৫১ পয়েন্ট পতন হয়েছে।দিনের শেষে নিফটি কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৯ পয়েন্টে। রিলায়েন্স, এনটিপিসি, সান ফার্মার মতো শেয়ারগুলি লাভজনক লেনদেন করেছে। সেখানে এক্সিস ব্যাঙ্ক, উইপ্রো-র মতো শেয়ারগুলি লোকসানে লেনদেন করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে দেশে সেনসেক্সেরও পতন হয়েছে। সেই কারণে টাকার দাম কমছে।