ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার রাত থেকেই ভারী-অতিভারী বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। সোমবার সকালেও শহরজুড়ে ঝড়বৃষ্টির বিরাম নেই।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে ৮ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি জানানো হয়েছে, সোমবার সকালে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। রেমালের মোকাবিলায় সবরকমের প্রতিকূল পরিস্থির জন্য তৈরি ছিল কলকাতা পুরসভা। শহরের বিপর্জ্জনক বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নির্দিষ্ট শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ররোবিবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঝড়ের ফলে নানা জায়গায় ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটি উপড়েও বিপর্যয় দেখা গিয়েছে নানা জায়গায়। কলকাতার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর-সহ নানা জায়গায় হাঁটুজল জমে। রেমালের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ বহু রাস্তাঘাট। বিদ্যুতের তার, খুঁটি ছিঁড়ে নানা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। জানা গিয়েছে কিছু কিছু জায়গায় ট্রান্সফরমার উড়ে গিয়েছে। পরিস্থতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।