Thursday, May 23, 2024
বিনোদনএবার বাংলা ছবিতে রাহুল রায়

এবার বাংলা ছবিতে রাহুল রায়

এবার বাংলা ছবিতে বলিউড অভিনেতা রাহুল রায়। ১৯৯০ সালে আশিকি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল রাহুল রায়ের। সেই ছবি ছিল ব্লকবাস্টার।
এবার সেই রাহুল রায়েই অভিনয় করতে চলেছেন কলকাতার ছবিতে। থ্রিলার বাংলা সিনেমা মিহিরাতে দেখা যাবে তাঁকে। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক বাবাই সেন। জানা গিয়েছে, ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। অন্য একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখার্জি। ছবির অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় বিশ্বাস, সজল বর্মন, কৃতি চক্রবর্তী সহ অন্যান্যরা। পাহাড়ের কোলে নর্থ বেঙ্গলে পুরো ছবির শ্যুটিং হবে। পরিচালক বাবাই সেন জানিয়েছেন, শ্যুটিং এই মাসের শেষে শুরু হবে মিহিরার। খুব শীঘ্রই বড়পর্দায় আসছে মিহিরা।

More News