গবেষকরা এমন এক নমনীয় থ্রিডি বায়োপ্রিন্টার তৈরি করেছেন, যা সরাসরি অঙ্গ বা টিস্যুর ওপর বিভিন্ন জৈব উপাদানের আলাদা লেয়ার তৈরি করে দিতে পারে।
সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস বা,ইউএনএসডব্লিউ’র গবেষকদের প্রবর্তিত এই ব্যবস্থায় বায়োপ্রিন্টিংয়ের অন্যান্য প্রক্রিয়ার বিপরীতে শরীরে সরঞ্জাম প্রবেশ কমিয়ে আনা যাবে,যা সম্ভবত বড় পরিসরে অস্ত্রোপচার বা অঙ্গ অপসারণের মতো বিষয়গুলো এড়াতে সাহায্য করবেঅন্তত তাত্ত্বিকভাবে হলেও এই দাবি ভবিষ্যদ্বাণীর মতো শোনাচ্ছে।তবে, গবেষণা দল সতর্কবার্তা দিয়েছে, এই পদ্ধতি মানুষের ওপর প্রয়োগ উপযোগী হতে এখনও পাঁচ থেকে সাত বছর বাকি।এফথ্রিডিবি নামে পরিচিত এই প্রিন্টারের একটি কোমল রোবটিক বাহু রয়েছে,যা জ্যান্ত কোষওয়ালা বিভিন্ন জৈব উপাদান ও ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ অঙ্গ বা টিস্যুতে জুড়ে দিতে পারে।এর সর্পিল গঠন মুখ বা মলদ্বারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, যেখানে একজন পাইলট বা, সার্জন হাতের বিভিন্ন সংকেতের মাধ্যমে ক্ষতিগ্রস্থ অংশের দিকে যাওয়ার দিক নির্দেশ দেন।পাশাপাশি, এর বিভিন্ন জেট লক্ষ্য করা জায়গায় জল ছিটাতে পারে। আর বৈদ্যুতিক শল্যছুরিকার মতো আকারে দ্বিগুণ হতে পারে এর প্রিন্টিং নজল। গবেষণা দলের প্রত্যাশা, তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের বেলায় এর মাল্টিফাংশনাল পদ্ধতি একদিন,অল-ইন-ওয়ান, টুল হিসেবেও ব্যবহৃত হতে পারে।