!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdesk৭৮ সাংসদের পদত্যাগ, বিপাকে ঋষি সুনক  

    ৭৮ সাংসদের পদত্যাগ, বিপাকে ঋষি সুনক  

    Published on

    সাম্প্রতিক খবর

    নির্বাচনের আগে ক্যাবিনেট মন্ত্রী-সহ ৭৮ জন সাংসদের পদত্যাগের জেরে বড়সড় বিপাকে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। একের পর এক জনপ্রতিনিধি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন।

    ব্রিটিশ প্রথা অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে। কিন্তু ঋষির কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। কারণ গত কয়েকমাসে কনজারভেটিভ পার্টির প্রতি ব্রিটেনের আমজনতার আস্থা প্রায় তলানিতে এসে ঠেকেছে। কিন্তু দলের মতকে কার্যত উড়িয়ে দিয়ে দ্রুত নির্বাচনের ঘোষণা করেন ঋষি সুনক। জানিয়ে দেন, আগামী ৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন। সেখানে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি।  ২০২২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।

    Your ad here

    আরো খবর