বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা করেছেন ।তিনি জানিয়েছেন,আগামী জুন মাসের শেষ নাগাদ বিশ্বব্যাংকপ্রধানের পদ ছাড়বেন তিনি।
তবে কী কারণে দায়িত্ব ছাড়ছেন তার কোনও ব্যাখ্যা দেননি ম্যালপাস।উল্লেখ্য,২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হন ম্যালপাস।২০২৪ সালের এপ্রিলে মাসে তার পাঁচ বছর পূর্ণ হওয়ার কথা ছিল।কিন্তু এক বছর আগেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন।বিশ্বব্যাংকপ্রধান বলেছেন, অনেক চিন্তার পরে নতুন কোনও চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসের সঙ্গে টানাপোড়েনের পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন ডেভিড ম্যালপাস।