২০১৯-র পর মার্চ মাসে খুচরা মূল্যস্ফীতি সামান্য কমে প্রায় ছয় বছরের সর্বনিম্ন হয়ে দাঁড়িয়েছে ৩.৩৪ শতাংশে। সিপিআই ভিত্তিক মুদ্রাস্ফীতি ফেব্রুয়ারিতে ছিল ৩.৬১ শতাংশ এবং গত বছরের মার্চ মাসে ছিল ৪.৮৫ শতাংশ।
২০২৫ সালের মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার ২০১৯ সালের অগাস্টের পর সর্বনিম্ন, যখন এটি ছিল ৩.২৮ শতাংশ। মার্চ মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ২.৬৯ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৩.৭৫ শতাংশ এবং ২০২৪ সালের মার্চ মাসে ৮.৫২ শতাংশ ছিল। গত সপ্তাহে, মুদ্রাস্ফীতি হ্রাস এর প্রেক্ষাপটে রিজার্ভ ব্যাংক মূল স্বল্পমেয়াদী ঋণের হার ২৫ বিপিএস কমিয়েছে।
রিজার্ভ ব্যাংক চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য সিপিআই মুদ্রাস্ফীতি ৪ শতাংশে পূর্বাভাস দিয়েছে, যার মধ্যে প্রথম প্রান্তিকে ৩.৬ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৩.৯ শতাংশ, তৃতীয় প্রান্তিকে ৩.৮ শতাংশ এবং চতুর্থ প্রান্তিকে ৪.৪ শতাংশ থাকবে।